
		বগুড়া সংবাদদাতা: বগুড়ার শেরপুর উপজেলাধীন রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এস এম মাহমুদুল হাসান রনি। গেল ১৩ই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন দেয়া হয়।
সোমবার (২১শে এপ্রিল) কলেজে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিএনপির নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন।
এস এম মাহমুদুল হাসান রনি শেরপুর উপজেলার একজন শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। দায়িত্ব নেয়ার পর তিনি জানান, তিনি রাজনীতি করতে আসেননি। সকলের সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে তিনি কলেজের উন্নয়নে কাজ করে যাবে।
উল্লেখ্য, এস এম মাহমুদুল হাসান রনি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করেছেন।
মন্তব্য করুন