
		খুলনা প্রতিনিধি: কুয়েট শিক্ষকদের লাঞ্ছিত করায় জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। আগামী সাত কার্যদিবস সময় বেঁধে দিয়েছেন তারা। বিচার না পাওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।সোমবার (৫ মে) দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সমিতির নেতারা সংবাদ সম্মেলনে এসব কথা জানান।সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ফলে কুয়েটে দুইদিন ধরেই হয়নি কোনো ক্লাস, পরীক্ষা। অ্যাকাডেমিক কার্যক্রমও পুরোপুরি স্থবির।লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেন বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভা হয়েছে। সভায় পাঁচ দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি বাস্তবায়িত না হলে শিক্ষকেরা সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন।এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক হযরত আলী। কুয়েট মিলনায়তনে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভা চলে।
মন্তব্য করুন