
		জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী এলাকায় ১১.৪০ একর ভূমি অধিগ্রহণ করে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়। এসময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার ছাড়াও সরেজমিনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, কেরানীগঞ্জের পশ্চিমদী মৌজায় ১৮৮.৬০ একর ভূমি অধিগ্রহণ করে গত ২০২০ সালের ২৩ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেয়া হয়। সেই জমিসহ মোট ২০০ একর ভূমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
মন্তব্য করুন