
		আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।
তিনি জানান, পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পর পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়সহ সকল বিভাগ, অধিদপ্তর ও বোর্ডে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা, বলেন, দুর্নীতি শতভাগ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য করুন