মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এসএসসির ফল প্রস্তুত, জানা গেল প্রকাশের সম্ভাব্য তারিখ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুতের কাজ প্রায় শেষের পথে। এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই চূড়ান্ত দিন নির্ধারণ করে ফল প্রকাশ করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল জানা যাবে বলে আশা করা যাচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, "ফল তৈরির কাজ প্রায় সম্পন্ন। আমরা সম্ভাব্য কিছু তারিখ মন্ত্রণালয়ে প্রস্তাব হিসেবে পাঠিয়েছি। তারা যেই দিনটি অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ হবে।"

তিনি আরও বলেন, যেহেতু চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে ১৫ মে, তাই প্রচলিত নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। সেই হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ অনিবার্য।

এবার একযোগে তিনটি শিক্ষা ধারার ফল প্রকাশিত হবে—সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সম্মতির পরই ফল প্রকাশের দিন চূড়ান্ত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে।

মন্ত্রণালয় সূত্র আরও বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর বসল চবি শিক্ষার্থীর মাথায়
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর বসল চবি শিক্ষার্থীর মাথায়
‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মামলা করলেন মোনামী
‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মামলা করলেন মোনামী