শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম

দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা সারা দেশ জুড়ে। এর মাঝেই বুধবার শোনা গিয়েছে, ফের মা হচ্ছেন সোনম কাপুর। এই খবরে এখন আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর এবং আহুজা পরিবারে। তারকা দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী নাকি ইতোমধ্যে তার গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক (ফার্স্ট ট্রাইমিস্টার) শেষ করে ফেলেছেন। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউড পাড়ায় উত্তেজনা তুঙ্গে। খুব শিগগিরই এই খুশির খবর তারা আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন। কারন এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষনা তারা দেননি।

২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে প্রথম সন্তান হওয়ার পরেই অভিনয় থেকে দূরে সোনম। নিখুঁত ভাবে মায়ের দায়িত্ব পালন করবেন, এই ভাবনা থেকে।

বলিউড থেকে বহুদিন ধরেই অনেক দূরে রয়েছেন সোনম কাপুর। এখনও পর্যন্ত শেষ কাজ ২০২৩ সালের ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’। ‘জ়োয়া ফ্যাক্টর’-এর ছ’বছর পরে এই ছবি দিয়ে হিন্দি ছবির দুনিয়ায় ফিরেছিলেন তিনি। আবারও তিনি মা হতে চলেছেন। অর্থাৎ, আবারও তার অভিনয় থেকে দূরে থাকার সম্ভাবনা প্রবল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান