শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

বোরকা পরে হাসপাতালে পরীমনি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা পরীমনি। কাজের খবরের পাশাপাশি নানা ঘটনা বা মূহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন ঢালিউডের আলোচিত এ অভিনেত্রী।

বুধবার (১ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথেই সন্তানদের সঙ্গে গল্প করেন, হাসেন, আদর করেন।

কাজের বাইরে পরী এখন তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই ব্যস্ত থাকেন। সন্তানদের সঙ্গে নানা মুহূর্তের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন সোশ্যালে।

পরে হাসপাতালে গিয়ে শিশু দুজনকে টিকা দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন-আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।

ভিডিওটি শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পরীমনির বোরকা পরা লুক এবং মায়ের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মন কেড়েছে ভিডিওটি। কারণ মুখ ঢেকে পরীর বোরকা পরা সবার নজর কেড়েছে। মন্তব্যকারীদের অনেকেই তার লুকের প্রশংসা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান