শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

টেলর সুইফটের নতুন অ্যালবামে রেকর্ড ভাঙার আভাস

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

বিশ্বজুড়ে সুইফট এর ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো অবশেষে। হালের জনপ্রিয় পপ তারকা টেইলর অ্যালিসন সুইফটের দ্বাদশ অ্যালবাম রিলিজ পেয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১ মিনিট) মুক্তি পেয়েছে টেইলর সুইফটের বহুল প্রতীক্ষিত অ্যালবাম 'দ্য লাইফ অব আ শোগার্ল'। এর আগে ১২ আগস্ট রাত ১২টা বেজে ১২ মিনিটে টেইলর ভক্তদের আনন্দে ভাসিয়ে ১২তম অ্যালবাম রিলিজের ঘোষণা দেন।

এই অ্যালবামে তার সঙ্গে কাজ করেছেন প্রযোজক শেলব্যাক ও ম্যাক্স মার্টিন। ম্যাক্স এর আগে টেইলরের 'ব্যাড ব্লাড' ও 'শেইক ইট অফ' এর মতো জনপ্রিয় গান প্রযোজনা করেছেন। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ ও কেলি ক্লার্কসনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে ম্যাক্সের।

প্রতিবেদন মতে, নতুন অ্যালবামের ১২টি গানে রয়েছে সাবলীল পপ ও ব্যালাডের ধাঁচ। এর আগের 'টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট' অ্যালবাম রিলিজের কয়েক ঘণ্টা পর ভক্তদের তাক লাগিয়ে এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করেছিলেন টেইলর। এবারও ভক্তদের সে রকম কোনো 'সারপ্রাইজ' আসছে কি না, তা নিয়ে ইতোমধ্যে নেটিজেনরা আলোচনায় মক্ত।

মনস্টার এরাস লাইভ ট্যুর চলার সময় পর্দার আড়ালে যেসব ঘটনা ঘটেছিল টেইলরের জীবনে, তার একটি বড় প্রভাব এই অ্যালবামে আছে বলেও তিনি জানান।

নতুন অ্যালবাম থেকে তার প্রত্যাশা কি, এই প্রশ্নের জবাবে টেইলর বলেন, 'আমি চাই এই অ্যালবামের গানগুলো এতোটাই সুরেলা হবে যে আপনার নেশার মতো হয়ে যাবে। অ্যালবামের প্রথম গানের নাম 'দ্য ফেইট অব ওফেলিয়া'। এই গানে কালজয়ী ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়ারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।

'লাইফ অব আ শোগার্ল' অ্যালবামের সবগুলো গানের গীতিকার ও প্রযোজক হিসেবে টেইলর, ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের নাম উল্লেখ করা হয়েছে। অ্যালবামের শেষ গানটির নাম অ্যালবামের নামে আর এতে টেইলরের সঙ্গে সহ শিল্পী হিসেবে আছেন অপর জনপ্রিয় পপ তারকা সাবরিনা কারপেন্টার।

অ্যালবাম মুক্তির পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ অ্যালবাম রিলিজ পার্টি। সেখানে প্রথমবারের মতো বড় পর্দায় প্রদর্শিত হবে দ্য ফেইট অব ওফেলিয়া মিউজিক ভিডিও এবং অ্যালবাম তৈরির পেছনের দৃশ্য।

টেলর সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালের সর্বাধিক বিক্রিত অ্যালবাম ছিল, যা প্রথম সপ্তাহেই ২০ লাখ কপি বিক্রি হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন অ্যালবামও একই ধরনের সাফল্য পাবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে শত শত টার্গেট স্টোর মধ্যরাত থেকেই বিশেষ সংস্করণ বিক্রি শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান