শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিন্দুকের কড়া সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন। নেটিজেনদের অশ্লীল মন্তব্য প্রসঙ্গে প্রতিবাদ জানালেন তিনি।

মেহজাবীন লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।”

শেষে প্রশ্ন রেখে মেহজাবীন বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও মন্তব্যঘরে কোনো মন্তব্য দেখা পড়েনি। কারণ, মন্তব্যঘরটি বন্ধ রেখেছেন অভিনেত্রী। তবে কী প্রসঙ্গে পোস্টটি লিখেছেন মেহজাবীন, তা স্পষ্ট করেননি। সম্প্রতি ইয়াশ রোহানের সাথে নেটপাড়ার দূর্ব্যবহারের প্রতিবাদ বলে অনেকে ধারণা করছেন একে।

এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার, ডিপফেইক বৃদ্ধির মতো বিষয়ে জনসচেতনতার বার্তা দিয়েছেন পোস্ট করেছিলেন।

এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান