শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

১২ বছর পর আসছে ‘রাউডি রাঠোরের’ সিক্যুয়েল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ব্লকবাস্টার ছবি ‘রাউডি রাঠোর’ আজও দর্শক মহলে দারুণ জনপ্রিয়। বিশেষ করে পুলিশ অফিসারের চরিত্রে অক্ষয়ের আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ এখনও সবার মুখে ফেরে। দীর্ঘদিন পর সেই ছবিরই সিক্যুয়েল আসার গুঞ্জন এবার বেশ জোরালো হচ্ছে, তবে ভক্তদের জন্য দুঃসংবাদ—এই পর্বে আর থাকছেন না মূল চরিত্রের নায়ক অক্ষয় কুমার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বলিউডে ইতিমধ্যেই সিক্যুয়েল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বনশালি বর্তমানে ব্যস্ত আছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন বছর ধরে সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান মিলে চিত্রনাট্যে কাজ করছেন। পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় পরিচালক পিএস মিথ্রান। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই শুরু হবে শুটিং।

এবার নতুন কোনো তারকাকে নেওয়া হবে প্রধান চরিত্রে। প্রথমে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম বিবেচনায় থাকলেও তিনি প্রকল্প থেকে সরে গেছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার তারা একজন ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নিতে চায়, তিনি অক্ষয়ের জায়গা পূরণ করতে পারেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাউডি রাঠোর’ ছিল এস এস রাজামৌলির তামিল সিনেমা ‘বিক্রমারকুডু’ (২০০৬)-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিব ‘শিবা’ ভরদ্বাজ, এই দ্বৈত চরিত্রে অক্ষয় কুমার দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান