শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

সংগীত জগতের চিরঅমর এক নাম মাইকেল জ্যাকসন। পৃথিবী ছেড়ে গেছেন বহু বছর আগে, তবু তার সৃষ্টির আলো আজও ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। এবার সেই কিংবদন্তির জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক ‘মাইকেল’। মুক্তি পেয়েছে ছবিটির প্রথম টিজার, আর তাতেই নেটদুনিয়ায় উঠেছে ঝড়। মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিও ঘিরে মুহূর্তেই শুরু হয় হইচই। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটি ছয় লাখ ভিউ ছাড়িয়ে যায়। আর মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলার ভিউ ১১৬.২ মিলিয়ন। এর আগে অন্য কোনো মিউজিক্যাল বায়োপিক সিনেমার টিজার ২৪ ঘণ্টায় এত ভিউ হয়নি!

ছবিটিতে অভিনয় করেছেন মাইলস টেলার (আইনজীবী জন ব্রাঙ্কা চরিত্রে), কোলম্যান ডোমিঙ্গো (জো জ্যাকসন), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস), নিয়ালং (ক্যাথরিন জ্যাকসন), লরা হ্যারিয়ার (সুজান দে পাস), কেনড্রিক স্যাম্পসন (কুইন্সি জোন্স) ও জুলিয়ানো ক্রু ভ্যালদি (কৈশোরের মাইকেল চরিত্রে)।

মাইকেলের চরিত্রে অভিনয় করবেন জাফর—খবরটি শুনে অনেক খুশি প্রয়াত গায়কের মা ক্যাথরিন জ্যাকসন। তিনি বলেন, ‘জাফর আর আমার ছেলে মাইকেল দেখতে প্রায় একই রকম। তাই জাফরকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমাদের পরিবারের বিনোদনের ধারা এগিয়ে নিয়ে যাবে জাফর। পর্দায় তাকে দেখতে আমি অধিক আগ্রহে অপেক্ষায় আছি।’ ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান