শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

লুৎফর হাসানের নতুন গান ‘কি ছিলাম তুমি বুঝবে’ 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
লুৎফর হাসান
লুৎফর হাসান

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও গীতিকার লুৎফর হাসান তাঁর শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন গান। ‘কি ছিলাম তুমি বুঝবে’ শিরোনামের এই শ্রুতিমধুর গানটির লিরিক্যাল ভিডিও আজই ইউটিউবে প্রকাশ পেয়েছে।

নতুন এই সৃষ্টিতে লুৎফর হাসান কেবল গানই শোনান নি বরং তাঁর ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতার এক নৈসর্গিক দৃশ্যপটও তুলে ধরেছেন। গানটির অডিওর সঙ্গে যুক্ত হয়েছে নেপালের মুক্তিনাথ দর্শন শেষে ফেরার পথে ধারণ করা মনোমুগ্ধকর চিত্র।

কালীগন্ডকী নদীর পাশ ঘেঁষে হিমালয়ের বুকে অবস্থিত কাগবেনী নামক এক অনিন্দ্য সুন্দর ভূখন্ডের দৃশ্য যা শিল্পীর নিজস্ব ক্যামেরায় ধরা পড়েছে। বরাবরের মতোই গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী লুৎফর হাসান নিজেই। গানটির সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক মার্সেল।

এই সফল ‘লুৎফর-মার্সেল’ জুটি এর আগেও ভিকি জাহেদের জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ এবং ‘আকা’-তে কাজ করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন।

লুৎফর হাসান গানটি সম্পর্কে জানান, আমি আর মার্শেল খুব যত্ন নিয়ে গানটি করেছি আশা করি ভালো লাগবে। নেপালের এই পথটি ছিল ‘ঘোরলাগা এক স্বপ্নের পথ’ এবং শ্রোতারা গানটি শুনতে শুনতে সেই পথের প্রায় পুরো দৃশ্যপট বিরামহীন ভাবে উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের জন্য অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতার এক চমৎকার মিশ্রণ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান