
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে নিয়ে সোমবার (১০ নভেম্বর) রাত থেকেই নানা সংবাদ ছড়াচ্ছে। অসুস্থতাজনিত কারণে হাসপাতালে নেওয়ার পর ভেন্টিলেশন সাপোার্টে নেওয়া হয়েছে তাকে। এরইমধ্যে গতরাতে খবর ছড়ায়―মারা গেছেন ধর্মেন্দ্র। কিছু সংবাদমাধ্যমেও এ খবর ছড়াতে শুরু করে। এ নিয়ে বেশ বিরক্ত অভিনেতার পরিবার।
স্ত্রী হেমা মালিনী ক্ষোভ ঝেড়ে এক পোস্টে লেখেন, একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর সংবাদমাধ্যম তার ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে দিচ্ছে! যে হারে ভুয়া খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।
এরপর কখনো সানি দেওল কখনো এশা দেওল সমাজমাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, ধর্মেন্দ্র জীবিত।
কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র ‘মারা গেছেন’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তাঁর মেয়ে এশা দেওল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক বিবৃতিতে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি লেখেন, তার বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী এশা দেওল লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়িয়ে পড়েছে।
এশা আরো লেখেন, ‘সম্ভবত চাপে পড়ে সংবাদমাধ্যম বাবার ভুয়া মৃত্যুসংবাদ পরিবেশন করেছে। আমাদের বাবা আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সবাইকে অনুরোধ করব, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।’
এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সালমান খান, শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার সেখানে আছেন।
মন্তব্য করুন