
মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে, চলছে ভোটদান। বিশ্বের ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে, সেটি দেখা যাবে নয় দিন পরই।
দেশের অন্যতম মডেল তানজিয়া জামান মিথিলা। যিনি চলচ্চিত্রেও কাজ করেছেন। দেশ-বিদেশের র্যাম্পের বড় মঞ্চে ছড়িয়েছেন আলো। চলতি বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছেন তিনি। যার ফলস্বরূপ তিনি বর্তমানে মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
বর্তমানে থাইল্যান্ডে চলছে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। এসব ইভেন্টের প্রতিটিতেই ঝলমলে মিথিলাকে আবিষ্কার করা গেছে। গত কয়েকদিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করেছেন তিনি। শুধু তাই নয়, অনেকেই ভারত ও বাংলাদেশের প্রতিযোগীকে মিস ইউনিভার্স হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখছেন, যেটা কিনা দেশের জন্য একটি বড় ব্যাপার বলেও মনে করা হচ্ছে। তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স-এ অংশ নেয়ার টুকরো ছবি ও ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে, মিথিলা গতকাল এক পোস্টে বাংলাদেশের জন্য ভোট চেয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, আপনি ভোট দিন এবং সবাইকে বিনামূল্যে ভোট দিতে উৎসাহ দিন। মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশকে সিলেক্ট করুন এবং ‘গেট ভোট’ নির্বাচন করুন। এ ছাড়াও, একটি বিজ্ঞাপনের ভিডিও দেখুন, বিনামূল্যে ভোট সংগ্রহ করুন এবং তারপর বাংলাদেশকে ভোট দিন। আপনি এটি বারবার করতে পারেন। মিথিলা আরও বলেন, আমরা অনেকেই ফোনে স্ক্রল করে অনেক সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ এবং মিথিলার জন্য মূল্যবান।
মিথিলার পাশে দাঁড়িয়েছেন দেশের অভিনয় শিল্পীরা। অভিনেত্রী জয়া আহসান ফেইসবুকে এক পোস্টে মিথিলাকে ভোট দিতে উৎসাহ দিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ এবং মিথিলার জন্য মূল্যবান। আপনি ভোট দিন এবং সবাইকে বিনামূল্যে ভোট দিতে উৎসাহিত করুন।” জয়া আহসান ছাড়াও তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির, শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, হৃদি শেখসহ অনেকেই মিথিলার জন্য ভোট চেয়েছেন।
মিস ইউনিভার্সের ৭৪তম আসর আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে। গেল বছরের মিস ইউনিভার্সের মুকুট জিতেছিল ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। এবার কে হবে থিলভিগের উত্তরসূরী তা জানা যাবে শিগগিরই।
বাংলাদেশ থেকে এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন।
মন্তব্য করুন