
কণ্ঠশিল্পীদের নাম সাধারণত সঙ্গীত প্রতিভার জন্যই গিনেস বুকে উঠে থাকে। এবার সেই তালিকায় নাম লিখালেন বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল। তবে তিনি সুরের কারণে নয়, বরং মানবসেবার অনন্য কর্মকাণ্ডের জন্য এই খ্যাতি অর্জন করেছেন।
ছোটবেলা থেকেই পলক মুচ্ছল সমাজসেবায় নিবেদিতপ্রাণ। অনেকেই জানেন না, দুস্থ ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্যই তিনি মূলত কনসার্ট করে থাকেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন নতুন করে শুরু হয়েছে।
পলকের এই মানবিক যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। গায়িকা নিজেই জানিয়েছেন, খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। প্রথমবার সাত বছরের এক শিশুর জীবন বাঁচাতে পেরেছিলাম। আজ এটি আমার জীবনের সবথেকে বড় মিশন হয়ে দাঁড়িয়েছে। আমার প্রত্যেকটা কনসার্টই শিশুদের হার্ট সার্জারির জন্য আয়োজিত হয়। বয়স যখন ৭-৮ তখন দুস্থ শিশুদের কষ্ট দেখে মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন। তখন থেকেই নিজের শ্রম ও সময় খরচ করতে থাকেন এই কাজে। ওই সময় কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। সেই থেকে শুরু। আজ এই মহৎ আন্তর্জাতিক সম্মাননা এনে দিল গায়িকাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পলক তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ এর মাধ্যমে ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেছেন, যা তাকে এনে দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ নাম।
মন্তব্য করুন