শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি গোবিন্দ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

বলিউড অভিনেতা গোবিন্দা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন এই ৬১ বছর বয়সী তারকা। সঙ্গে সঙ্গেই তাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে আনা হয়। তিনি আরও জানান, গোবিন্দ ভোরের দিকে হঠাৎ অসুস্থ বোধ করছিলেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ললিত বিন্দাল আরও বলেন, "গোবিন্দ কিছুটা দিশেহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছেন এবং এখন রিপোর্টের পাশাপাশি একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।

মাত্র ২৪ ঘণ্টা আগেই গোবিন্দকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল। গত সোমবার রাতে তিনি অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ৬১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। সবাই প্রার্থনা করছেন, গোবিন্দ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান