
১৫ বছর টলিউডকে একের পর এক দুর্দান্ত ছবি উপহার দেওয়ার পর এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও পরিচালকের গান নিয়ে চর্চা বহুদিনের। একাধিকবার নিজের ছবি তো বটেই, অন্য পরিচালকের জন্যও গান লিখেছেন সৃজিত। তবে এবার সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
সৃজিতের ‘মিউজিক সেন্স’ যে বরাবরই ভালো তা ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সেসময়ে অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলেছিল। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৃজিত তার নিজস্ব সিনেমায় বরাবরই গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কাকে দিয়ে কোন গানের সুর করালে ‘ক্লিক’ করবে, সেটা তার ভালোই জানা। তবে এর আগে নিজের ছবির গান লিখলেও সুর করেননি।
এই প্রথমবার গান বাঁধার পাশাপাশি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সংগীত পরিচালকের ভূমিকায় তাকে পেতে চলেছেন অনুরাগীরা। পরিচালক সুমন ঘোষ ‘শ্রীরামপুর ডায়েরিজ’ শীর্ষক একটি নতুন বাংলা সিনেমা তৈরি করছেন। সেই ছবিতেই সুরকার হিসেবে পাওয়া যাবে সৃজিতকে। সুমনের তরফ থেকেই সৃজিতের কাছে প্রস্তাব গিয়েছে। প্রথমটায় পরিচালকের কাছে একটি মিউজিক প্রোডাকশন করার প্রস্তাব আসে। পরে সুর দেওয়া এবং মিউজিক কিউরেশনের বিষয়ে কথা হয়। এরপরই তাতে সম্মতি দেন সৃজিত মুখোপাধ্যায়।
উল্লেখ্য, নিজের সিনেমা ছাড়াও ‘লে ছক্কা’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং ‘ক্রস কানেকশন’-এর মতো একাধিক ছবির গান লিখেছেন সৃজিত। অতঃপর গীতিকার তিনি ছিলেনই, এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন।
মন্তব্য করুন