
বাংলাদেশে এসেছেন পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে ঢাকা আসার খবর আগেই নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বর্তমানে ঢাকায় অবস্থান করছেন আহাদ। একটি রোদচশমার ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তার এই আগমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনায় হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।
পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ধারাবাহিক ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
মন্তব্য করুন