শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ভরা মঞ্চে চুমু লজ্জায় লাল নায়িকা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

বহুদিন ধরেই গুঞ্জন চলছে তাদের নিয়ে।। তবে এবার প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা দেখালেন তারা। দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে নেট দুনিয়া এখন আলোচনা তুঙ্গে। রাশমিকা জানান ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার সময় থেকেই বিজয় পাশে ছিলেন । এই বক্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই তারকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে আনুষ্ঠানিকতা।

এদিকে সম্প্রতি হায়দরাবাদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির হন এই তারকা-যুগল। সেখানেই মঞ্চে রাশমিকার হাত ধরে তাকে চুমু দেন বিজয়। দর্শক ও উপস্থিত সাংবাদিকদের সামনেই প্রকাশ্যে ঘটে এই দৃশ্য।এ সময় মাইক্রোফোন হাতে খানিকটা লজ্জাই পান নায়িকা। লাজুক হাসিতে প্রেমিকের উদ্দেশে ভালোবাসার বার্তাও দেন রাশমিকা।

অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।’ বিজয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যে তোমাকেও পাশে পেয়ে ভালো লাগছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান