
সরিষারঙের শাড়ি পড়ে একটি ক্লিফের ধারে পিস্তল হাতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আরআরআর’ সিনেমার পরিচালক এস.এস. রাজামৌলি তার ‘ আগামী গ্লোব-ট্রোটিং অ্যাডভেঞ্চার ফিল্মের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সেখানে রহস্যময় চরিত্র ‘মন্দাকিনি’ হিসেবে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। ফার্স্ট লুকেই ঝড় তুলেছেন তিনি।সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং মালয়ালম সিনেমার শক্তিশালী অভিনেতা প্রিথ্বিরাজ সুকুমারন।
নতুন প্রজেক্ট সম্পর্কে নির্মাতা রাজামৌলি বলেন, ভিন্ন এক অ্যাকশন-অ্যাডভেঞ্চার এপিক সিনেমা হবে, যেখানে নায়করা বিশ্বের বিভিন্ন বিপজ্জনক মিশনে অংশ নেন। ‘আরআরআর’-এর বিশ্বব্যাপী সাফল্যের পর, রাজামৌলি এবার সিনেমার গ্লোবাল দৃষ্টিভঙ্গি আরও বড় আকারে নিয়ে যাচ্ছেন।
রাজামৌলি এই সপ্তাহে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ফ্যান ইভেন্টে ফিল্মের চূড়ান্ত শিরোনাম প্রকাশ করবেন। দক্ষিণ ও প্যান-ইন্ডিয়ান তারকাদের একত্রিত করে, এই সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের জন্যও একটি আকর্ষণীয় অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করছেন।
মন্তব্য করুন