
নতুন নাটক মঞ্চে আসছে থিয়েটার সংগঠন বটতলা। দলের নতুন প্রযোজনার নাম ‘যোজনগন্ধা মায়া'। আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭-৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর দিন ২৮ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭-৩০মিনিটে নাটকটির আরো দুটি প্রদর্শনী হবে।
বটতলার নতুন প্রযোজনা ‘যোজনগন্ধা মায়া' নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। আর নাটকটি নির্দেশনা দিয়েছেন ইমরান খান মুন্না। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বটতলার শিল্পীরা।
মন্তব্য করুন