শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

রচনার পরিবর্তে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক মীর!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম

এত বছর ধরে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কেই ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায় দেখতে অভ্যস্ত অনুরাগীরা। আচমকাই সেই জায়গায় মীরকে দেখে অবাক সবাই।

১৫ বছর আগে প্রথম সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে ছোটপর্দায় দেখেছিল দর্শক। মাঝে কিছু দিনের জন্য সঞ্চালকের মুখ বদলালেও বার বার দর্শক রচনাকেই দেখতে চেয়েছেন ওই ভূমিকায়। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর প্রোমো প্রকাশ্যে আসতেই হই হই কাণ্ড। দেখা যাচ্ছে, রচনার পরিবর্তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে মীরকে। প্রশ্ন, হঠাৎ কেন এই পরিবর্তন?

জ়ি বাংলার ‘ফ্লোর ডিরেক্টর’ রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “রচনাদির তত্ত্বাবধানে সব কিছু করি আমরা। এ ক্ষেত্রেও দিদির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের মতও ছিল। মীর তো আমাদের পরিবারেরই অংশ। বহু দিনের যোগাযোগ আমাদের।

জানা গেছে, তিনটি পর্বে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মীরকে। তার পর আবার দেখা যাবে রচনাকে। ঘনিষ্ঠ সূত্র বলছে, অভিনেত্রী সম্ভবত বিদেশে। সেই জন্যই কয়েক দিনের জন্য এই পরিবর্তন। তবে আশ্বস্ত করা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই। ‘দিদি নম্বর ১’-এর দিদি কোথাও যাচ্ছেন না। শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন পর্বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান