শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ইতিহাস গড়ার সুযোগ মিথিলার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম

'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার ৭৪তম আসরে চমক দেখিয়ে ইতিহাস রচনার সম্ভাবনা তৈরি করেছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মঞ্চে এক নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এই মডেল বর্তমানে 'পিপলস চয়েস' ভোটের হিসাবে তালিকার শীর্ষে অবস্থান আছেন। সামাজিক মাধ্যমে 'মিস ইউনিভার্স বাংলাদেশ' এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে।

'মিস ইউনিভার্স বাংলাদেশ' তাদের অফিসিয়াল পেজে এই অর্জনের খবর জানিয়ে একটি বার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে 'আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।

এদিকে মিথিলার সদ্য প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অপর একটি পোস্টে ভোটদানের আবেদন জানিয়ে বলা হয়েছে, 'বাংলাদেশ এখন পিপলস চয়েসের টপ ১-এ আছে। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত শক্তভাবে ভোট দিতে থাকুন!'

তবে ভোটের লড়াই এখনো শেষ হয়নি। এই 'পিপলস চয়েস' ভোট আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মিথিলা যদি ভোটের হিসাবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনি সরাসরি 'মিস ইউনিভার্স' অর্থাৎ বিশ্বসুন্দরীর শিরোপা জিতবেন।

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগিদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে। তাই চূড়ান্ত ফলাফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্ত-অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে ভোট দিচ্ছেন ও অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান