শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সর্বকালের অন্যতম সেরা মারিও গেম এবার বড় পর্দায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম
দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি
দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি

বিশ্বব্যাপী বিপুল সাফল্যের পর অবশেষে মুক্তি পেল ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এর বহু প্রতীক্ষিত ট্রেলার। নিন্টেন্ডো ডাইরেক্ট ইভেন্টে ট্রেলারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তমহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবারের ছবিতে মারিও, লুইগি, পিচ এবং টোডকে মহাকাশে দুঃসাহসিক অভিযানে দেখা যাবে। তারা জল ও মরুভূমি সহ বিভিন্ন গ্রহের মধ্য দিয়ে ভ্রমণ করবে, যা জনপ্রিয় ভিডিও গেম ‘সুপার মারিও গ্যালাক্সি’ এর স্মৃতি ফিরিয়ে আনবে।

সিক্যুয়েলে নতুন করে যুক্ত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র রোজালিনা ও বাউজার জুনিয়র। রোজালিনা শক্তিশালী এই রাজকুমারীর চরিত্রে কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। ট্রেলারে তাকে ম্যাজিক ওয়ান্ড ব্যবহার করে একটি রোবটকে পরাস্ত করতে দেখা যায়। বাউজারের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেনি সাফডি। পুরোনো গেমের মতোই সে তার জাদুকরী পেইন্টব্রাশ নিয়ে হাজির হয়েছে।

প্রথম ছবির মূল অভিনেতারা ক্রিস প্র্যাট (মারিও), আনিয়া টেইলর-জয় (পিচ), জ্যাক ব্ল্যাক (বাউজার) সবাই এই ছবিতেও থাকছেন। আগের ছবি ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ বিশ্বব্যাপী ১.৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। সেই সাফল্যের রেশ ধরে পরিচালক অ্যারন হোরভাথ ও মাইকেল জেলেনিক পরিচালিত এই সিক্যুয়েলটি ২০২৬ সালের এপ্রিলে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান