
রকিবুল আলম পরিচালিত ‘গোয়ার’ সিনেমাটি আজ ১৫টি হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনেতা রাসেল মিয়া। তাঁর বিপরীতে আছেন জলি। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বড়দা মিঠু প্রমুখ। ‘গোয়ার’ প্রযোজনায় রয়েছেন হেলেনা জাহাঙ্গীর।
সিনেমার গল্প প্রসঙ্গে রাসেল মিয়া বলেন- সিনেমার গল্পে দেখা যাবে আমি একজন সাইকোপ্যাথ। তিনি বলেন- এটি গণমানুষের সিনেমা। গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ পথচারী, পোশাককর্মী, রিকশাচালকসহ সবার গল্পই কোনো না কোনোভাবে এই সিনেমায় স্থান পেয়েছে। রাসেল জানান সিনেমায় ধর্ষণের শিকার এক নিরীহ নারীর ন্যায়বিচার পাওয়ার সংগ্রামও উঠে এসেছে।
রাসেল মিয়া আরও বলেন, এ সিনেমায় আমি একেবারে নতুন এক চরিত্রে অভিনয় করেছি। এটা আমার আগের কাজগুলো থেকে একেবারেই আলাদা। আমি বিশ্বাস করি, ‘গোঁয়ার’ দর্শকদের সিনেমা দেখার ক্ষুধা মেটাবে।
এদিকে সিনেমা মুক্তি উপলক্ষে সম্প্রতি ব্যতিক্রমী প্রচারে অংশ নিয়েছেন অভিনেতা রাসেল মিয়াসহ সিনেমা সংশ্লিষ্টরা। বেশ কিছুদিন আগে বিএফডিসির প্রধান ফটকের পাশে রাসেল মিয়াকে রান্না করতে দেখা গেছে। টানা ১০ দিন ভারসাম্যহীন ও বয়স্ক রিকশাচালকদের মধ্যে সেই খাবার বিতরণ করা হয়। ভ্যানগাড়ি চালিয়েও রাসেলকে সিনেমার প্রচার চালাতে দেখা যায়। সিনেমার পোস্টারে সুসজ্জিত ভ্যান, সামনে মাইকব্যতিক্রম এই দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে রাসেল বলেন- প্রচারের তো একটি বাজেট থাকে, আমাদেরও তেমনই ছিল। প্রযোজককে বললাম, বাইরে কোনো রেস্টুরেন্টে আয়োজন করলে যে টাকা খরচ হবে, এ টাকাই এখানে এক মাস খাওয়াতে পারব। প্রস্তাবে তিনি রাজি হন। আমাদের প্রচারণাও হলো, মানুষও খেতে পারল। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ।
মন্তব্য করুন