শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

মোদির মা রূপে পর্দায় আসছেন রাভিনা!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

২০২২ সালে মাতৃহারা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল শোকেও নিজের কর্তব্য পালন করে গিয়েছেন তিনি। বারবার তিনি বলেছেন, ‘আমার মা-ই আমার জীবনের অনুপ্রেরণা।’ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির বায়োপিক আসতে চলেছে পর্দায়। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই। কিন্তু তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে কৌতূহলী ছিলেন সকলেই। এটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার চৌধুরী। মোদির চরিত্রে অভিনয় করবেন উন্নি মুকুন্দন। এবার জানা গেল, ‘মা বন্দে’ শিরোনামের সিনেমাটিতে নরেন্দ্র মোদির মায়ের চরিত্র রূপায়ন করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন: শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।”

খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে ছেলের জীবনে উন্নতির পথ কীভাবে তৈরি করেছিলেন। এই দিকটি রাভিনা ট্যান্ডনকে অনুপ্রাণিত করেছে এবং গল্পের অংশ হতে চেয়েছেন।”

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন। শুটিং শুরু হওয়ার আগে রাভিনা তার চরিত্রের জন্য রূপান্তরের মধ্য দিয়ে যাবেন। জানা গেছে, বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটি; যেখানে আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে জীবন্ত করে তোলা হবে। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি।

নির্মাতারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'মা বন্দে' সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব থেকে শুরু করে দেশের নেতা হয়ে ওঠার পুরো যাত্রাপথ তুলে ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
মিলাপের অ্যাকশন স্ক্রিপ্টে টাইগার
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান
নাইটক্লাবে অশালীন আচরণে পুলিশের নজরে আরিয়ান খান