
		সালমা জাহান মুক্তা : কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশেই জেঁকে বসেছে শীত। এ সময় ঠাণ্ডাজনিত রোগে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসা সর্দি-জ্বরে আক্রান্তদের অধিকাংশই শিশু। চিকিৎসকরা বলছেন, প্রথমে গুরুত্ব না দিয়ে দেরিতে চিকিৎসা নিতে আসায় আক্রান্তদের অনেকের শারীরিক জটিলতা বাড়ছে। সতর্কতার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের ।
১৮ মাস বয়সী ছোট্ট আবরার ৯ দিন ধরে ভর্তি আছে রাজধানীর শিশু হাসপাতালে। প্রচন্ড জ্বর, কাশি আর খিচুনি উঠলে নোয়াখালীর চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। শিশু হাসপাতালের পরীক্ষা নিরিক্ষায় নিউমোনিয়া ধরা পরে।
পৌষের শুরুতেই সারা দেশে শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যায়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীই শিশু। শ্বাসতন্ত্রের নানা ধরনের সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে তারা। বেড়ে গেছে অ্যাজমাও।
চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার পর সঠিক সময় চিকিৎসা নিতে না আসায় অনেকেই জটিলতার শিকার হচ্ছেন।
শুস্ক আবহাওয়ায় বেড়েছে বায়ুদূষণও- যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলেও জানান তারা।
মন্তব্য করুন