মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম

অনলাইন ডেস্ক: গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিনজন।

আজ সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন চট্টগ্রাম বিভাগ এবং একজন ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

টানা তিন দিন মৃত্যুহীন থাকার পর গত শনিবার ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রোববার কারও মৃত্যুর খবর আসেনি।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সব মিলিয়ে নতুন বছরের প্রথম ছয় দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৩৫৭ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫ জন, ঢাকা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, বরিশাল বিভাগে আটজন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২০২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৯৮ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত