মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লন্ডনেই হবে খালেদা জিয়ার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

গোলাম মোর্শেদ : লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ করার সিদ্ধান্ত নিয়েছে দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বেগম জিয়ার স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে এ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয়। দুই-একদিনের মধ্যে আরও দুইজন চিকিৎসক তাঁকে দেখার কথা রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

শারীরিক নানা জটিলতা নিয়ে গত ৮ জানুয়ারি হতে লন্ডনের ঐতিহাসিক ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পূর্ণাঙ্গ চিকিৎসা শুরুর আগে দুই সপ্তাহ ধরে স্বাস্থ্যের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেন হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি’র নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। শুধু লন্ডন নয়, বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক প্যানেল ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও মেডিকেল বোর্ডের সভায় যুক্ত হয়ে রিপোর্ট পর্যালোচনা করেন।

আপাতত লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটি, আর্থ্রাইটিজসহ গুরুত্বর সমস্যায় ওষুধ দিয়ে চিকিৎসা চালাচ্ছেন মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার বয়স, শারীরিক জটিলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরবর্তী চিকিৎসার ধরণ অনুসরণ করার কথা জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বেগম জিয়ার সুস্থতার জন্য আবারও দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

৭৯ বছর বয়সী বেগম জিয়ার হার্টে ঝুঁকিপূর্ণ একটি ব্লকে ২০২২ সালে রিং ও পরে হৃদযন্ত্রেও বসানো হয় পেস মেকার। এছাড়াও বাংলাদেশেই লিভার সিরোসিসের জন্য ব্যবহার করা হয়েছে টিপস পদ্ধতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত