
		বাগেরহাট সংবাদদাতা: নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমানও পেয়েছেন দুদক কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
এসময় হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দারের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। পরে তত্ত্বাবধায়ককে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করেন দুদক কর্মকর্তারা।
অভিযানে হাসপাতালের রান্না ঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়া, চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা ও সঠিক সময়ে হাসপাতালে না আসা, রোগীদের সাথে দুর্ব্যবহার, হাসপাতালে সুযোগ থাকা স্বত্তেও বেসরকারি ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারে রোগ নির্নয় পরীক্ষার জন্য চাপ প্রয়োগের সত্যতা পায় দুদক।
এসময় কিছু নথিপত্রও সংগ্রহ করা হয়েছে যা পরবর্তীতে কমিশনে প্রেরণ করা হবে বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা দুদক বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইদুর রহমান।
মন্তব্য করুন