মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আক্কেলপুর উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ এএম

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা হাসাতালে চিকিৎসক সংকটে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালে ২৬ জন চিকিৎসকের মধ্যে আছে মাত্র ২ জন। এছাড়া সব ধরনের যন্ত্রপাতি থাকলেও সার্জন না থাকায় কোন অপারেশন হচ্ছে না এই হাসপাতালে।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা হাসপাতালটি ২০০৪ সালে ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নিত করা হয়। এই হাসপাতালে ২৬জন চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ২ জন। অপারেশনের সব যন্ত্রপাতি থাকলেও নেই সার্জন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে গরীব, অসহায় ও সাধারণ রোগীরা।

অতি দ্রুত হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক সেবা নিশ্চিত করার দাবি রোগী ও স্বজনদের।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ জানান জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের।

সংকটের কথা স্বীকার করে জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. মুহাঃ রুহুল আমিন জানান, শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিয়ে সেবার মান বাড়ানো হবে।

এদিকে জরুরিভাবে চিকিৎসক নিয়োগ দিয়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত