মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বরিশালে ক্যান্সার চিকিৎসায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ এএম

বরিশাল সংবাদদাতা: দীর্ঘ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের রেডিওথেরাপি সেন্টারের মেশিন বিকল হয়ে আছে। ফলে বরিশালের ক্যান্সার আক্রান্ত অধিকাংশ রোগীদের ছুটতে হয় রাজধানী ঢাকায়। পোহাতে হয় বাড়তি ভোগান্তি। হাসপাতালের পক্ষ থেকে একাধিকবার মেশিনটি সচলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও, কোন প্রতিকারই মেলেনি।

দক্ষিণাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সেবার অন্যতম ভরসার স্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটি অর্ধশত বছরের অধিক পুরনো হলেও, এই হাসপাতালে এখনও ক্যান্সার চিকিৎসার তেমন কোন প্রসার ঘটেনি। তাই বাধ্য হয়ে বরিশালের রোগীদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

তবে অর্থের অভাবে অনেকেই চিকিৎসার জন্য ঢাকা যেতে পারেন না। এ কারণে শুধু মাত্র প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক রোগির মৃত্যু প্রহর গুনতে হয়। এই হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে নাম মাত্র ১৫ থেকে ২০ শয্যার একটি ওয়ার্ড থাকলেও, নানা জটিলতায় এখানে আধুনিক চিকিৎসা হয়না। কেমোথেরাপি ও অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলেও, রেডিওথেরাপি দেবার কোন সুযোগ নেই। যা ৬০ থেকে ৭০ শতাংশ রোগীর জন্যই প্রয়োজন।

এরপরেও হাসপাতালের পরিসংখ্যান বলছে, গত এক বছরে এখানে চিকিৎসা নিয়েছেন ক্যান্সারে আক্রান্ত প্রায় ৫ হাজার রোগী। আর বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

ক্যান্সারের মত একটি দূরারোগ্য রোগের আধুনিক চিকিৎসা বরিশালে না হওয়াটাকে দুঃখজনক বলে মনে করেন

বিশেষজ্ঞ চিকিৎসক ও সদস্য সচিব বরিশাল নাগরিক সমাজ ডা: মিজানুর রহমান

বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও যন্ত্রপাতির অভাব রয়েছে হাসপাতালে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পরও সমাধান না পেয়ে হতাশ হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্যয় বহুল হওয়ার কারণে, বিশ্বব্যাপি সরকারি সহায়তায় যেভাবে ক্যান্সার চিকিৎসা করা হয় বাংলাদেশেও সেই ব্যবস্থা নেয়ার দাবি রোগীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত