মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঢাকার বাতাসের মান আজ খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ এএম

অনলাইন ডেস্ক: বায়ুদূষণ যেন ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। সাপ্তাহিক ছুটির দিনেও আজ দূষণের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২১ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় শীর্ষে রয়েছে স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। এর স্কোর ২২৭। তৃতীয় অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডু র স্কোর ২১৩। ফলে এই দুই শহরের বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদ- অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত