
		নিজস্ব প্রতিবেদক : পাঁচ দফা দাবি আদায়ে সারাদেশে আজও আন্দোলন অব্যাহত রেখেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সাথে কর্মবিতি পালন করছে চিকিৎসকরা। ফলে সারাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি হাসপাতালে সব সেবা বন্ধ রেখেছে অন্দোলনকারীরা। এদিকে, সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আর চিকিৎসকরা একটি নির্দিষ্ট সময় কর্মবিরতি পালন করছেন। ক্লাস ও পরীক্ষা বর্জন করছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল শিক্ষার্থী। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তারদের প্রতিনিধিরা এসে অংশ নেয় কর্মসূচিতে।
উচ্চ আদালতের রায়ের পরে, ৫ দফার বাকী ৪ দফা আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য সচিবালয় অভিমুখে যায় আন্দোলনকারীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন শিক্ষার্থীরা ও চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে বন্ধ হাসপাতালের বর্হিবিভাগ ও প্রাইভেট চেম্বার। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।
একই দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ও ইনডোরের সকল কাজ বন্ধ রেখে মুল ফটকের সামনে অবস্থান নেয় চিকিৎসকরা। এছাড়া, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্যসব সেবা বন্ধ থাকায় দূর্ভোগে পড়তে হয়েছে রোগীদের ।
এদিকে, আদালতের রায়ের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে, কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
মন্তব্য করুন