
		সুনামগঞ্জ সদরসহ জেলার ১১টি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থকেন্দ্রগুলোতে জনবল আর ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। সঠিক সেবা না পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গ্রামাঞ্চলের বাসিন্দারা। ডাক্তারের অভাবে ব্যাহত হচ্ছে গর্ভবতী নারীসহ সাধারণ মানুষের চিকিৎসা সেবা। দ্রুত সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং মডেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র এটি। জেলার গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা দেয়া হচ্ছে এই প্রতিষ্ঠানে। তবে কয়েকমাস ধরে পর্যাপ্ত ওষুধ না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেক রোগীর। ডাক্তার ও জনবলের অভাবে অনেক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এই কেন্দ্রে ৫ জন স্বাস্থ্য কর্মী থাকার কথা থাকলেও আছেন মাত্র দুইজন। এখানে প্রতিমাসে ৮ থেকে ১০টি স্বাভাবিক প্রসব হয়ে থাকলেও গত দুই মাসে হচ্ছে মাত্র ১ টি। স্থানীয়রা বলছেন পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের সরবরাহ না থাকায় স্বাভাবিক প্রসব হচ্ছে না। এতে ঝুঁকিতে পড়ছে প্রসূতি ও নবজাতকের জীবন। জনবল ও ঔষধের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মনিরুজ্জামান।
সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের একই চিত্র। এই অবস্থায় গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন