
		এমএস, এমডিসহ সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নে গঠিত কমিটির রিপোর্ট চূড়ান্ত বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ। এ বিষয়ে যে কোন সময় আসবে সিদ্ধান্ত সোমবার (২ শে জুন) বৈশাখী টেলিভিশনকে দেয়া বক্তব্যে এ তথ্য জানায় কমিটির সদস্যরা। এর আগে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর সেগমেন্টাল পাস পদ্ধতির বিষয়টি আমলে নিয়ে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে আন্দোলন বিরত রাখে শিক্ষার্থীরা। দেশের স্বাস্থ্যখাতে নানা সমস্যার মধ্যে চিকিৎসা সেবার মান নিয়ে সবথেকে বেশি অভিযোগ রোগীদের। চিকিৎসা পেতে বিলম্ব, মানসম্পন্ন চিকিৎসা না পাওয়ার পাশাপাশি রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যাপক স্বল্পতা। এমন বাস্তবতায় বছরখানেক ধরে সেগমেন্টাল পাশের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন শিক্ষার্থীরা। স্বাস্থ্য খাতের মান ফেরাতে সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার সেগমেন্টাল পাস পদ্ধতির বাস্তবায়ন চায় তারা। তাদের দাবি, পোস্ট গ্রাজুয়েশন কোর্স গুলোর পরীক্ষা লিখিত, মৌখিক সহ তিনটি পরীক্ষার একটিতে ফেল করলে নতুন করে আবারো তিনটি পরীক্ষা দিতে হয় যা মেডিকেল শিক্ষার্থীদের ফেলছে বাড়তি মানসিক চাপে। শিক্ষার্থীদের সেগমেন্টাল পাশের এক দফা দাবি বাস্তবায়নের বিষয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নে গঠিত কমিটির রিপোর্ট চূড়ান্ত হয়ে গেছে, দ্রুতই আসবে ফয়সালা। চিকিৎসা সেবার মান উন্নয়নে কমিটির সিদ্ধান্তে শিক্ষার্থীরা সন্তুষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন