
		বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।
এভাবেই বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন ডেগুতে আক্রান্ত রোগীরা। আবার অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
১২ জুলাই সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন। আরও ভর্তি আছেন ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৭ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৬৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৮৭ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ চেষ্টা করছে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার।
মন্তব্য করুন