
		ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ের মধ্যে মারা গেছেন একজন। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৬১৭ জন।
সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আগস্টে এখনও পর্যন্ত ৩ হাজার ৬৩৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৯ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৯৪ জন, বাকি ৮৫৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।
মন্তব্য করুন