
		আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাধিক ভোটকেন্দ্র। জেনারেটরের ব্যবস্থা না থাকায় ব্যালট বাক্স, ওএমআর মেশিন এবং সিল বসানো প্রক্রিয়ায় বিভ্রান্তি ও বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বৈদুতিক গোলোযোগ হওয়ায় অন্ধকারে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। অনেক কেন্দ্রে মোবাইল ফোনের আলো জালিয়ে ভোটদান কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।
এক কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে। জেনারেটরের ব্যবস্থা না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে। তবে যে কয়জন ভোটার ভেতরে প্রশেব করেছে শুধু তাদের ভোট নেওয়া হচ্ছে। বাকিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আশাকরি দ্রুতই বিদ্যুৎ চলে আসবে।
তিন দশকেরও বেশি সময় পর আয়োজিত এ ভোটে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। অনেকে প্রশ্ন তুলেছেন-এত বড় নির্বাচনে কেন বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি নেয়নি প্রশাসন।
মন্তব্য করুন