
ভয়ংকর হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে এ মাসেই। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত পাঁচজন মারা গেছেন। হাসপাতালে এক দিনে নতুন ভর্তি হয়েছেন ৬৬৮ জন।
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঠানো তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৩ হাজার ৮৪১ জনে পৌঁছেছে।
গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি তিনজন চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।
মৃতদের মধ্যে দুইজনের বয়স ছিল ৬০ বছর, অন্য তিনজনের বয়স ছিল যথাক্রমে ৫০, ৫৫ এবং ১২ বছর। তাদের মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ।
সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৫ জনে, যা ২০২৫ সালের মধ্যে একক মাসে সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মন্তব্য করুন