মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ, এক দিনে ৯ জনের মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪২ জন, যা একদিনে সর্বোচ্চ।

রবিবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গেল সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছিল। পরিস্থিতি দেখে একাধিক জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ ওই মাসে বলেছিলেন, অক্টোবর বা নভেম্বরে পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে। এ মাসের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) । এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

দেশে ২০০০ সালে যখন নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়, তখন তা ছিল মূলত রাজধানীকেন্দ্রিক রোগ। কিন্তু দিন দিন এটা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়েছে ব্যাপক হারে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪৭৮ জন। আর ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪২৯।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত