মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এআই দিয়ে কি পৃথিবী চালানো সম্ভব?

এআই দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:১০ পিএম
ছবিঃ স্টোরিব্লকস
ছবিঃ স্টোরিব্লকস

বর্তমান যুগে প্রযুক্তির দ্রুত উন্নতি আমাদের জীবনযাত্রা, অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যাকে সংক্ষেপে এআই বলা হয়। এআই এমন এক প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করতে সক্ষম। এআই প্রযুক্তিকে এখন সিদ্ধান্তগ্রহণকারী হিসেবেও দেখা হচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এআই কি একদিন পৃথিবী নিয়ন্ত্রন করতে সক্ষম হবে?

এআই প্রযুক্তি শুধুমাত্র তাত্ত্বিক নয়, বাস্তবিকভাবে কাজে লাগছে বিভিন্ন খাতে। যেমন, স্বাস্থ্যসেবায়, কৃষি কাজে এমনকি আইন ও বিচার ব্যবস্থাতেও ব্যবহার করা হচ্ছে এআই। কিছু দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো এরইমধ্যে এআই দিয়ে কার্যক্রম পরিচালনা করছ…

এআই প্রযুক্তি শুধুমাত্র তাত্ত্বিক নয়, বাস্তবিকভাবে কাজে লাগছে বিভিন্ন খাতে। যেমন, স্বাস্থ্যসেবায়, কৃষি কাজে এমনকি আইন ও বিচার ব্যবস্থাতেও ব্যবহার করা হচ্ছে এআই। কিছু দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো এরইমধ্যে এআই দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। চীনে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ এআই-এর মাধ্যমে চলছে, এমনকি দুবাইয়েও বিভিন্ন কাজে এআই ব্যবহার হচ্ছে।

ব্যবসায়িক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিপ্লব সৃষ্টি করছে। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুকসহ বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের সার্ভিস উন্নত করছে।

তবে পুরো পৃথিবী পরিচালনায় এআই ব্যবহার করার ব্যাপারে রয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। এটি আমাদেরকে কিছু নৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি দাঁড় করায়।

প্রথমত, এআই নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হলেও, সেই সিদ্ধান্তের দায় কে নেবে? যদি এআই ভুল সিদ্ধান্ত নেয় বা মানুষের জন্য ক্ষতিকর কিছু করে, তার দায়ভার কে নেবে?

দ্বিতীয়ত, নৈতিকতা ও মানবিক অনুভূতি। এআই কোনো পরিস্থিতিতে মূর্ত রক্তমাংসের মানুষ নয়, এটি একটি প্রযুক্তি মাত্র। এটি মানবিকতার সাথে সম্পর্কিত নৈতিক সিদ্ধান্ত নিতে অক্ষম। যেমন, চিকিৎসা ক্ষেত্রে যদি এআই কোনো রোগীকে বাতিল করে দেয়, তা মানবিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

তৃতীয়ত, যদি এআই পুরো পৃথিবী পরিচালনা করতে শুরু করে, তবে মানুষের চাকরি হুমকির মুখে পড়বে। ব্যবসা, সরকারি কাজ, ও অন্যান্য ক্ষেত্রগুলো এআই নির্ভর হওয়ার ফলে মানুষের কর্মসংস্থান হ্রাস পাবে যা বিশ্বব্যপী অস্থিরতা তৈরি করতে পারে।

এছাড়া, পৃথিবী নিয়ন্ত্রণে একটি একক এআই সিস্টেম যদি কাজ করে, তবে তা সম্ভবত কিছু শক্তিশালী দেশ বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হবে, যা অন্যদের প্রতি বৈষম্য সৃষ্টি করতে পারে।

বর্তমান বিশ্বে এআই ও মানুষের সমন্বয়ে কিছু কাজ পরিচালিত হচ্ছে—যেমন, নিজস্ব গাড়ি পরিচালনা, স্মার্ট শহর নির্মাণ, বা তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। এসব ক্ষেত্রে এআই মানুষের সহায়ক হয়ে উঠছে।

প্রযুক্তিবিদরা এআই-এর নির্ভুল ব্যবহার ও সঠিক নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, এআই যেন কখনোই মানুষের নিয়ন্ত্রণের বাইরে না চলে, সেটি নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
যে কারণে মহাকাশে ইঁদুর পাঠাল চীন
যে কারণে মহাকাশে ইঁদুর পাঠাল চীন
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আজ থেকে বন্ধ হচ্ছে এক এনআইডিতে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে এক এনআইডিতে ১০টির বেশি সিম