
		আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নিউ অরলিয়ন্সে ভীড়ের মধ্যে গাড়ি চাপা দিয়ে ১৫ জন নিহতের ঘটনায় অভিযুক্ত চালকের পরিচয় প্রকাশ করেছে এফবিআই।
পুলিশের গুলিতে নিহত সেই হামলাকারীর নাম শামসুদ্দীন জব্বার, তিনি দেশটির টেক্সাসের বাসিন্দা। তার কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল বলেও জানিয়েছে মার্কিন পুলিশ।
এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটের পাশে ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় বর্ষবরণের সময় পর্যটক ও স্থানীয়দের ভিড়ে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেয়া হয়।
পরে ট্রাক থেকে চালক নেমে এলোপাতাড়ি গুলি চালান। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে হতাহত হয় বহু মানুষ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য করুন