
		আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও পাকিস্তানের নাগরিকও রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
জোহর অভিবাসন বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম দিনে অভিযান চালিয়ে ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নথিভুক্ত করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বেধে দেয়া সময় শেষ হওয়ার পর অভিবাসন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত চালানো হচ্ছে বলে সতর্ক করেছে প্রশাসন। নিয়োগকর্তা, যারা নথিবিহীন অভিবাসীদের বাড়ি ভাড়া বা আশ্রয় দেয় তারাও আইনের আওতায় আসবে বলে হুঁশিয়ারী দিয়েছে অভিবাসন বিভাগ।
মন্তব্য করুন