মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এ বছর বেশি শীত পড়ছে সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়ছে সৌদি আরবে। শনিবার ভোরে দেশটির রাজধানী রিয়াদে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ৩৩ বছর আগে মাইনাস ৯ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। ফলে তুষারপাত দেখেছিল সৌদিবাসী। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়াবিভাগ। এদিকে, তীব্র শীতের মধ্যেই ভারী বৃষ্টির কবলে পড়েছে আরব আমিরাত। অন্যদিকে ভারী তুষারপাতে নাজেহাল জাপান। এছাড়া ভারী তুষারপাত হচ্ছে কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

৩৩ বছর আগের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে মরুর দেশ সৌদি আরবে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। দেশটির তাবুক, আল জৌফসহ পুরো উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত ঘটার সম্ভাবনা রযেছে। এর বাইরে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনাসহ অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ভারী এবং মাঝারি বৃষ্টি হবে। ১৯৯২ সালের জানুয়ারি মাসে শীতকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এবার সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

সংযুক্ত আরব আমিরাতে তীব্র শীতের সাথে বাড়তি ভোগান্তি হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। শুক্রবার শুধু আজমান বাদে রাজধানী আবুধাবি, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইনে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ও মেঘলা আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে কুয়াশাও। গাড়ি চালকদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপান। দেশটির হোক্কাইডো, আওমোরি, ইয়ামাগাটা এবং নিগাতা প্রিফেকচারগুলি বিশেষভাবে প্রভাবিত হয়েছে। তুষার জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। আগামী কয়েকদিন আরও ভারী তুষারপাতের আশংকা করা হচ্ছে।

অন্যদিকে, পূর্ব কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভারী তুষারপাত হচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর