
		আন্তর্জাতিক ডেস্ক: সামরিক সরকার শাসিত মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত আরও অনেকে। এক প্রতিবেদন সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, নতুন বছরে দেশটির অন্তত পাঁচটি রাজ্য ও অঞ্চলে বোমা হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও ধর্মীয় অবকাঠামো।
এক বছরের বেশি সময় ধরে মিয়ানমারের সামরিক সরকারের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠীদের জোট। এরইমধ্যে দেশটির দুই তৃতীয়াংশ ভূখন্ডের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সম্প্রতি রাখাইন রাজ্যের অ্যান ও সিত্তওয়ে শহরে দুইপক্ষের তীব্র লড়াই চলছে। মুখোমুখি সংঘর্ষে বিদ্রোহীদের সাথে জিততে না পেরে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে জান্তাবাহিনী।
এদিকে, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০জন বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে সামরিক সরকার। তবে সাজাপ্রাপ্ত বন্দিদের বিরুদ্ধে অভিযোগ এবং বিদেশি বন্দিদের জাতীয়তার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মিয়ানমারের জান্তা সরকারের হাতে যারা বন্দি আছেন তাদের মধ্যে য়েছেন দেশটির সাবেক নেতা নোবেলবিজয়ী অং সান সু চি। ৭৯ বছর বয়সী সু চি নির্বাচনে কারচুপি, উসকানি, দুর্নীতিসহ ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন।
মন্তব্য করুন