মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মালয়েশিয়া উপকূলে ৩০০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশের সময় দুটি নৌকাসহ অন্তত তিনশ’ রোহিঙ্গাকে আটক করেছে উপকূলরক্ষীরা। খাদ্য ও পানির অভাবে ক্লান্ত অবস্থায় অভিবাসীদের পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তবে আটককৃতদের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ

মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনীর বরাতে রয়টার্স জানিয়েছে, ৩০০ মিয়ানমার অভিবাসী বহনকারী দুটি নৌকাকে তাদের জলসীমা থেকে সরিয়ে দিয়েছে। শুক্রবার মালয়েশিয়ার লাঙকাউই দ্বীপের উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অভিবাসীবাহী নৌকাগুলো শনাক্ত করা হয়। পরে তাদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশীয় উপকূলরক্ষী বাহিনী। আটক অভিবাসীদের নথিভুক্ত করা এবং স্বাস্থ্য পরীক্ষা করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে তারা।

তবে উপকূলরক্ষী বাহিনী নিশ্চিত করেনি, অভিবাসীরা রোহিঙ্গা কিনা। মূলত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেয়। মিয়ানমার রোহিঙ্গাদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে। দেশটিতে রোহিঙ্গারা নাগরিকত্ব থেকে বঞ্চিত এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার।

এর আগে শুক্রবার লাঙকাউইতে একটি সৈকতে নৌকা ভিড়ানোর পর মালয়েশীয় পুলিশ মিয়ানমারের ১৯৬ জন অভিবাসীকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭১ জন শিশু ও ৫৭ জন নারী রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর