মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার দিলেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিদায় নেওয়ার ১৬ দিন আগে রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন জগতের ১৯ তারকাকে দেশটির অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে’ ভূষিত করেছেন জো বাইডেন। শনিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ সম্মাননা পাওয়া ব্যক্তি কিংবা তাঁদের প্রতিনিধিদের বাইডেন এ পদক পরিয়ে দেন।

আগামী ২০শে জানুয়ারী হোয়াইট হাউজ ছাড়বেন বাইডেন। আর তাঁর স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রতিটি ব্যক্তিই অসাধারণ এবং আমেরিকার সংস্কৃতি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আর্দ্রেস, অভিনেতা মাইকেল জে ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডালকে এবার পুরস্কৃত করা হয়। মানবতাবাদী ও ইউ-২ গায়ক বোনো, ফ্যাশন ডিজাইনার র‌্যালফ লরেন, ‘সায়েন্স গাই’ বিল নাই, অভিনেতা ডেনজেল ওয়াশিংটন, বাস্কেটবল তারকা আর্ভিন ‘ম্যাজিক’ জনসন এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইনটুরও এবছর সম্মাননা পেয়েছেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন টিম গিল (এলজিবিটিকিউ অধিকারকর্মী), ডেভিড রুবেনস্টেইন (উদার দাতা এবং দ্য কার্লাইল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা) এবং জর্জ স্টিভেন্স জুনিয়র (লেখক ও পরিচালক এবং আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা)। আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেলও এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে সময়সূচি জটিলতার কারণে আর্জেন্টাইন তারকা এতে উপস্থিত থাকতে পারেননি। এছাড়া বিনিয়োগকারী ও দাতা জর্জ সোরোসও এই পুরস্কার পান। তার ছেলে অ্যালেক্স তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন।

সিভিল রাইটস কর্মী ফ্যানি লু হ্যামার, সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার, সাবেক অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি এবং মিশিগানের সাবেক গভর্নর ও হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি জর্জ রোমনি এবছর মরোনোত্তর সম্মাননা পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর