
		আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর পূর্ণ হচ্ছে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি)।
২০১১ সালের ওইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী। এ ঘটনা সেই সময় নাড়িয়ে দিয়েছিল গোটা জাতিকে। কিন্তু আজও ফেলানী হত্যার ন্যায় বিচার পায়নি তার পরিবার।
কিশোরী ফেলানী খাতুন হত্যার ন্যায়বিচার নিশ্চিত এবং সীমান্তে নিরাপত্তা বাহিনীর শ্যুট অন সাইট নীতি বন্ধ করার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) যুক্তরাজ্য, নামের একটি সংগঠন।
ইআরআই’র মহাসচিব নওসিন মোস্তারি মিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল ৫ জানুয়ারি ভারতীয় হাই কমিশন, লন্ডন শাখার মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিকট একটি স্মারকলিপি পাঠানো হয়েছে।
এতে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে।
দাবিগুলো হলো-
১. স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফেলানী খাতুন হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এবং দোষীদের জবাবদিহির মধ্যে নিয়ে আসতে হবে।
২. সীমান্তে শ্যুট অন সাইট নীতি বাতিল করতে হবে। বিএসএফকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের কাঠামোর মধ্যে কাজ করতে হবে।
এবং...
৩. বিএসএফ কর্মীদের বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ প্রদান এবং প্রোটোকল লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী তদারকি ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সীমান্ত সমস্যা সমাধান অপরিহার্য।
মন্তব্য করুন