মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ১০ একর থেকে ১,২০০ একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। এই অবস্থায় লস অ্যাঞ্জেলেস জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাণহানি এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি। ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, যে ৩০,০০০ এরও বেশি লোককে সরিয়ে নেওয়ার আদেশের দেয়া হয়েছে। এছাড়াও ১৩ হাজার ভবন হুমকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

কয়েকটি ছবিতে দেখা গেছে, চারপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলছে। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন প্যাসিফিক প্যালিসেডস "বিপদমুক্ত নয়"। ক্যালিফোর্নিয়ায় লক্ষ লক্ষ মানুষকে সতর্ক আবস্থায় থাকতে বলা হয়েছে। একই সাথে রেসকিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিয়ে ফাঁকা করে দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর